Days
Hours
Minutes
Seconds

Black Friday Offer -

Lifetime Full Access!

($299)

🔄 রিটার্ন নীতি

আমাদের লক্ষ্য হলো প্রতিটি কাস্টমারকে সন্তুষ্ট রাখা এবং সর্বোচ্চ মানের ডিজিটাল প্রোডাক্ট সরবরাহ করা। তবুও কোনো কারণে যদি আপনি আমাদের সার্ভিসে অসন্তুষ্ট হন, তাহলে নিচের রিটার্ন ও রিফান্ড নীতিমালা প্রযোজ্য হবে।

রিটার্ন বা রিফান্ডের যোগ্যতা

  • যেহেতু আমরা ডিজিটাল প্রোডাক্ট (যেমন: ল্যান্ডিং পেজ বান্ডেল, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, প্লাগইন ও টুলস) সরবরাহ করি, তাই একবার ডাউনলোড বা অ্যাক্সেস হয়ে গেলে সাধারণত রিটার্ন সম্ভব নয়।

  • তবে যদি প্রোডাক্টে টেকনিক্যাল ত্রুটি থাকে বা বিজ্ঞাপিত ফিচার না পান, তাহলে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।

রিফান্ডের শর্তাবলী

  • ক্রয়ের পর ৭ দিনের মধ্যে রিফান্ডের আবেদন করতে হবে।

  • রিফান্ড কেবলমাত্র তখনই প্রযোজ্য হবে যদি:

    • প্রোডাক্ট কাজ না করে।

    • প্রদত্ত ফিচার বা ফাইল অনুপস্থিত থাকে।

    • ডাউনলোডে গুরুতর টেকনিক্যাল সমস্যা থাকে যা সমাধানযোগ্য নয়।

  • ব্যবহারকারীর ভুল (যেমন: সঠিকভাবে ইন্সটল না করা, অপারেটিং সিস্টেম/সফটওয়্যার কম্প্যাটিবল না হওয়া ইত্যাদি) কারণে রিফান্ড প্রদান করা হবে না।

আমরা যা অফার করি

  • সমস্যা থাকলে প্রথমে আমাদের সাপোর্ট টিম দ্রুত সমাধানের চেষ্টা করবে।

  • সমাধান সম্ভব না হলে রিফান্ডের ব্যবস্থা করা হবে।

  • রিফান্ড প্রক্রিয়া ৫-১০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা হবে।

যোগাযোগ করুন

যদি আমাদের রিটার্ন নীতিমালা নিয়ে কোনো প্রশ্ন থাকে বা রিফান্ডের জন্য আবেদন করতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন:
📧 support@userheaven.net
📞 +8801877782240