সর্বনিম্ন মূল্যে সুপার ফাস্ট ও কোয়ালিটি হোস্টিং সার্ভার ও ডোমেইন
Powered by
ডোমেইন নেইম
আপনার অনলাইন শপ কিংবা বিজনেস পেইজের অবশ্যই একটি নির্দিষ্ট নাম থাকতে হয়, যাকে ডোমেইন নেম বলা হয়। ডোমেইনের বিভিন্ন এক্সটেনশন রয়েছে, যেমন: .com, .net, .shop, .org সহ আরও অনেক। আপনার প্রয়োজন ও বাজেট অনুযায়ী যেকোনো একটি বেছে নিতে পারেন। যেমন: ghorerbazar.com, topfashion.com, jrbeauty.shop ইত্যাদি।
হোস্টিং সার্ভার
ল্যান্ডিং পেইজ বা ওয়েবসাইটের সব ধরনের ডেটা ও কন্টেন্ট—যেমন ইমেজ, ভিডিও, পিডিএফ এবং অন্যান্য ফাইল—একটি ডেটাসেন্টার বা সার্ভারে সংরক্ষণ করা হয়, যা অনেকটা মেমোরি কার্ড বা কোনো ড্রাইভের “ফাইল ম্যানেজার”-এর মতো কাজ করে। আপনার চাহিদা অনুযায়ী ছোট বা বড় যেকোনো সাইজের হোস্টিং সার্ভার নির্বাচন করতে পারেন।
ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন
ওয়ার্ডপ্রেস হলো বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী একটি CMS, অর্থাৎ এটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে কোনো কোডিং জ্ঞান ছাড়াই সম্পূর্ণ ফাংশনাল ওয়েবসাইট বা ল্যান্ডিং পেইজ তৈরি করা সম্ভব। ডোমেইন ও হোস্টিং কেনার পর সি-প্যানেল ব্যবহার করে খুব সহজেই ওয়ার্ডপ্রেস ইন্সটল করা যায়। নিরাপত্তা ও নির্ভরযোগ্যতায়ও এটি শীর্ষে।
ওয়েব প্রজেক্ট শুরু করতে আমাদের যা কিছু প্রয়োজন
নতুন ডোমেইন ও হোস্টিং শুরু করার স্টেপ বাই স্টেপ গাইড
Step 2
আমরা BDIX Hosting রিকোমেন্ড করি, কারণ এটি বাংলাদেশী ভিজিটরদের জন্য সেরা পারফর্ম করে এবং লোডিং স্পিড সুপার ফাস্ট।
মেনু থেকে Hosting” এর উপরে আপনার মাউস রাখুন এবং তারপর “BDIX Hosting” এ ক্লিক করুন।
Step 3
আপনার বাজেট অনুযায়ী যেকোন একটি প্ল্যান বেছে নিন এবং
“GET STARTED” বাটনে ক্লিক করুন।
মাসিক বা বার্ষিক যেকোন মেয়াদে নিতে পারেন। বার্ষিক মেয়াদে ১৫% ছাড় পেয়ে যাবেন!
Step 4
আপনার বিজনেস নেইম দিন (স্পেস ছাড়া) এবং ডোমেইন এক্সটেনশন সিলেক্ট করুন (.com, .net, .xyz, .org etc)
যদি এভেইলেবল না থাকে, তাহলে আপনার বিজনেস নেইমের আগে/পরে কোন ছোট শব্দ বা অক্ষর যোগ করে অথবা অন্য কোন ডোমেইন এক্সটেনশন দিয়ে পুনরায় চেষ্টা করুন।
Step 5
ধরুন, আপনার বিজনেস নেইম “Best Fashion BD” কিন্তু “bestfashionbd.com” এভেইলেবল নেই।
তাহলে “bestfashionbd.net” কিংবা “bestfashioninbd.com” দিয়ে চেক করতে পারেন।
উদারহনস্বরূপ আমরা ডোমেইন নেইম “bestfashionbd” টাইপ করে এক্সটেনশন “.net” সিলেক্ট করলাম।
তারপর “Next” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।
Step 6
আপনার যাবতীয় তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করুন এবং সামান্য স্ক্রল করে নিচে আসুন।
Step 7
এই সেকশনে আপনার হোস্টিং ও ডোমেইনের সকল তথ্য দেখতে পাবেন। চাইলে আপনি অপশনগুলো ক্লিক করে করে পুনরায় সংশোধন করতে পারেন।
ফ্রি ডোমেইন প্রোটেকশনের জন্য “Domain Privacy (ID Protect)” অপশনটি ক্লিক করে অন করে দিন।
Step 8
স্ক্রল করে নিচে আসুন এবং আপনার সুবিধানুযায়ী একটি পেমেন্ট মেথড বাছাই করুন।
এগ্রিমেন্ট সুইচে ক্লিক করে কনফার্ম করুন এবং “COMPLETE ORDER” বাটনে চাপুন।
Step 9
আপনার ইমেইল চেক করে ওটিপি বসান এবং “Verify OTP” বাটনে ক্লিক করুন।
Step 10
কিছুক্ষণের মধ্যেই আপনার ড্যাশবোর্ড থেকে ইনভয়েজ দেখতে পাবেন, যেখানে আপনার সুবিধানুযায়ী পেমেন্ট মেথড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।
Step 11
আপনার পেমেন্ট একাউন্টের স্টেপ বাই স্টেপ তথ্য দিয়ে ডোমেইন হোস্টিং ক্রয় সম্পন্ন করুন।
Step 12
একাউন্টের ড্যাশবোর্ড থেকে আপনার যাবতীয় সকল প্রোডাক্ট ও সার্ভিস ব্রাউজ করতে পারবেন।
সি-প্যানেল থেকে যেভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন
Step 1
একাউন্টের ড্যাশবোর্ড থেকে “My Services” ট্যাবে ক্লিক করুন।
Step 2
“My Services” থেকে “Login to cPanel” বাটনে ক্লিক করে সি-প্যানেলে ডিরেক্ট লগইন করুন।
Step 3
সার্চ করুন “Softaculous” এবং সার্চ রেজাল্টে ক্লিক করুন।
Step 4
“WordPress” সিলেক্ট করুন।
Step 5
ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ড্যাশবোর্ড থেকে “https://” এবং ডোমেইন সিলেক্ট করুন
Step 6
ইউজার নেইম, পাসওয়ার্ড ও ইমেইল দিন।
Step 7
পুনরায় ইমেইল দিন এবং “Install” বাটনে ক্লিক করুন।
Step 8
একটু অপেক্ষা করুন….
ইন্সটলেশন হয়ে গেলে ওয়ার্ডপ্রেস লগইন লিংক পেয়ে যাবেন, লিংকে ক্লিক করুন।
Step 9
ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করুন।














